শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রতিবেশী দেশগুলোয় পিঁয়াজ রপ্তানির বিষয় ভারতের বিবেচনায়

নয়াদিল্লি প্রতিনিধি

নেপাল, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোয় পিঁয়াজ রপ্তানির বিষয়টি বিবেচনা করছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এ তথ্য দেন। তিনি বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বার্থ-সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে যোগাযোগ করছে। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যেসব পিঁয়াজ শুল্ক বিভাগের কাছে পৌঁছেছে সেগুলো রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। কিছু পিঁয়াজ প্রতিবেশী দেশে রপ্তানিও হয়েছে।’ এরপর তিনি যোগ করেন, ‘বিষয়টি আমরা নজরে রেখেছি। তদারকিও করছি, যাতে ইতিবাচক সিদ্ধান্ত হয়।’ এদিকে গতকাল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ভিডিও সম্মেলন হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনসহ সার্ক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়ে থাকে। মুখপাত্র জানান, বৈঠকে মূলত কভিড মোকাবিলা নিয়ে আলোচনা হয়। সবাই প্রধানমন্ত্রী মোদির সার্ক শীর্ষ বৈঠক করার জন্য ধন্যবাদ জানান। গত মার্চ মাসে অনুষ্ঠিত বৈঠকে কভিড মোকাবিলায় সার্ক তহবিল গড়ার সিদ্ধান্ত হয়। প্রত্যেকটি দেশই তাতে অর্থ দান করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর