শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মন্ত্রীদের বক্তব্য রহস্যে ঘেরা

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রীদের বক্তব্য রহস্যে ঘেরা

দেশে করোনায় দ্বিতীয় ওয়েভ নিয়ে মন্ত্রীদের বক্তব্যকে ‘রহস্যে ঘেরা’ বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চায়। বড় কোনো ঘটনা আড়াল করতেই দেশজুড়ে করোনা ধেয়ে আসার জিগির তোলা হচ্ছে। সরকারের মন্ত্রীদের হঠাৎ করে এমন বক্তব্য ‘রহস্যে ঘেরা’। এ ধরনের বক্তব্য শুনে মনে হচ্ছে- কোথাও কিছু ঘটছে। তিনি বলেন, মিথ্যা, অসত্য, অবৈধ সত্তার পতন অবশ্যম্ভাবী। গতকাল বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘দুই দিন আগে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ আসছে, প্রস্তুতি নিন। তার পর দিন তথ্যমন্ত্রী একই কথা বলেছেন। গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় দফা সংক্রমণ চলছে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা এর সঙ্গে দ্বিমত  পোষণ করেছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্যকে খ-ন করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে করোনা সংক্রমণ কমছে। বাংলাদেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ এখনো শুরু হয়নি।’ রিজভী আহমেদ বলেন, ‘সরকারের সঙ্গে লেজুড়বৃত্তি করে নির্বাচন কমিশন আজ সরকারের ঢোল-তবলায় পরিণত হয়েছে। তার নেতৃত্বেই জাতির চরম সর্বনাশ করা হয়েছে। গণতন্ত্রের সমাধি হয়েছে। সেটার সম্পূর্ণ দায় এই সিইসির। কারণ অগণতান্ত্রিক নাৎসিবাদী সরকারের প্রধান সঙ্গী তিনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর