শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নোয়াখালী রাজশাহীতে নৌকাডুবি, দুজনের মৃত্যু নিখোঁজ আরও ২

প্রতিদিন ডেস্ক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে স্রোতের টানে ডুবে গেছে মাছ ধরার ট্রলার। উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের কাছে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ গতকাল ভাসানচর এলাকায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। মৃতরা হলেন- চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের মো. রহমতের ছেলে মো. ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ফারুখের ছেলে রাজীব (১২)। জানা যায়, চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলার মাছ ধরার জন্য রাতে নদীতে যায়। তীব্র স্রোতের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা ৮ জেলে সাঁতরে অন্য ট্রলারে উঠে গেলেও দুজন নিখোঁজ হন। পদ্মায় নৌকা ডুবে দুজন নিখোঁজ : নিজস্ব প্রতিবেদক-রাজশাহী জানান, পদ্মা নদীতে গতকাল বিকালে নৌকা ডুবে দুজন নিখোঁজ আছেন। তারা হলেন- সাদিয়া ইসলাম সূচনা (৩০) ও রিমন (৮)। তাদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়া যাত্রী ইস্তিয়াক আহম্মেদ হৃদয় বলেন, নৌকায় মোট ১৩ জন যাত্রী ছিলেন। নবগঙ্গা আইবাঁধের কাছে ঢেউয়ের পাঁকে পড়ে নৌকাটি ডুবে যায়। অন্যরা তীরে উঠে আসতে পারলেও দুজন নিখোঁজ হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর