শিরোনাম
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সব ভ্যাকসিনের গ্যারান্টি সম্ভব নয়

প্রতিদিন ডেস্ক

সব ভ্যাকসিনের গ্যারান্টি সম্ভব নয়

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তির অপেক্ষায় বিশ্ববাসী রয়েছে ভ্যাকসিনের আশায়। আগামী বছরের শুরুতেই পর্যাপ্ত করোনা ভ্যাকসিন মিলবে, এমন আশা প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু এই পরিস্থিতিতে আশার কথা শোনাতে পারলেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস। সূত্র : রয়টার্স। টেড্রোস বলেন, আমরা কোনো গ্যারান্টি দিতে পারব না যে পরীক্ষাধীন সব ভ্যাকসিনই কার্যকরী হবে। যত বেশি স্বেচ্ছাসেবকদের ওপর আমরা পরীক্ষা করতে দেব, তত একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের খোঁজ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। তিনি আরও বলেন, প্রায় ২০০ ভ্যাকসিন নিয়ে কাজ চলছে গোটা বিশ্বে। ভ্যাকসিন তৈরির ইতিহাস আমাদের বলে দিচ্ছে, কেউ কেউ ব্যর্থ হবে, আবার কেউ সফল হবে। করোনা প্রতিষেধক আবিষ্কার করা সব দেশেরই মূল লক্ষ্য। তবে যে দেশগুলো গবেষণায় এগিয়ে আছে, তাদের উচিত বাকিদের সাহায্য করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান আরও বলেছিলেন, ‘এটাই শেষ মহামারী নয়। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে বারবার মহামারীর আগমন খুবই স্বাভাবিক ঘটনা। তাই আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যাতে এরপর যখন মহামারী আসবে, তখন আমরা এর চেয়ে বেশি প্রস্তুত থাকতে পারি।’

রাশিয়াকে ধন্যবাদ : একটা সময় রাশিয়ার করোনাভাইরাস ভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, এর ট্রায়ালের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এবার ধীরে ধীরে সুর নরম করছে সংস্থাটি। যেমন গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করোনার ভ্যাকসিন আবিষ্কারে আন্তরিক চেষ্টার জন্য রাশিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। ভ্যাকসিন তৈরিতে উদ্যোগী হওয়ার জন্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে রাশিয়াকে ধন্যবাদও জানিয়েছেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের রিজিওনাল ডিরেক্টর হান্স ক্লুজ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসখোর সঙ্গে দেখা করে এই ধন্যবাদ জানিয়েছেন। ক্লুজ জানিয়েছেন, তিনি নিশ্চিত যে রাশিয়ার এই ভ্যাকসিনের যে বড়সড় চূড়ান্ত পর্বের ট্রায়াল চলছে, তাতেও সাফল্য আসবে। তিনি বলছেন, আমি রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। এখানকার ভ্যাকসিন তৈরির ইতিহাস আমি জানি। তাই আমি নিশ্চিত এই বৃহৎ, চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালেও রাশিয়া সাফল্য পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর