রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

টিকিটের জন্য সৌদি প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

টিকিটের জন্য রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা। গতকাল সকাল পৌনে ১০টার দিকে রাস্তা বন্ধ করে কারওয়ান বাজারে সোনারগাঁও মোড়ে অবস্থান নেন তারা। এর আগে সকাল ৮টা থেকে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইনস কার্যালয়ে তৃতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু হয়। পূর্বনির্ধারিত ৩৫০টির বাইরে আরও ২০০ টিকিট বেশি দেওয়া হবে বলে জানায় সৌদি এয়ারলাইনস। তবে এর বাইরে কয়েক হাজার সৌদি প্রবাসী টিকিটের জন্য ভিড় করেন অফিসের সামনে।

একপর্যায়ে বিক্ষুব্ধ টিকিটপ্রত্যাশীরা আটকে দেন সড়ক। বন্ধ হয়ে যায় ওই এলাকায় যান চলাচল। বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। সৌদি প্রবাসীদের অভিযোগ, টিকিটের জন্য টোকেন থাকলেও সিরিয়াল নম্বর অনেক পরে হওয়ায় অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় চাকরি হারানোর আশঙ্কা করছেন তারা। গতকাল ৮৫১ থেকে ১৪০০ নম্বর পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হয়। এদিকে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যালয়ের সামনে গতকাল ভোর থেকেই ভিড় করেন টিকিটপ্রত্যাশীরা। টিকিট না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের অভিযোগ, কবে থেকে টিকিট দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর