সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
রক্ত দেওয়ার আশ্বাসে ধর্ষণ

নারী সহযোগীসহ রিমান্ডে সজীব

নিজস্ব প্রতিবেদক

অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত মনোয়ার  হোসেন সজীব (৪৩) ও তার সহযোগী মাশনু আরা  বেগম শিল্পীর (৪০) দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল মিরপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এই আদেশ দেন। ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি অসুস্থ স্বামীর জন্য রক্ত খুঁজতে হাসপাতালে দ্বিতীয় তলায় ব্লাড ব্যাংকের সামনে গেলে সজীব ওই নারীকে রক্ত দেওয়ার আশ্বাস দেন। পরদিন রক্ত আনার কথা বলে শিল্পী বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সজীব ও তার সহযোগী শিল্পীকে  গ্রেফতার করে র‌্যাব-২। র‌্যাব-২ এর এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মিরপুর থানার মনিপুরের একটি বাড়ি  থেকে মনোয়ার হোসেন সজীব (৪৩) ও তার সহযোগী মাশনু আরা বেগম শিল্পীকে (৪০)  গ্রেফতার করা হয়েছে। তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।’ মনোয়ার হোসেন সজীবের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থানায়। বর্তমানে শ্যাওড়াপাড়ায় থাকেন। তার অসুস্থ মা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি সেখানে যাতায়াত করতেন। মাশনু আরা  বেগম শিল্পীর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। বর্তমানে মধ্য মনিপুরের শিফা ভিলায় ভাড়া থাকেন। এই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর