সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ধর্ষণে ছাত্রলীগের থাকা নতুন কিছু নয়

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণে ছাত্রলীগের থাকা নতুন কিছু নয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চরম নৈরাজ্য চলছে। সিলেটের এমসি কলেজের ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর ও ভয়াবহ। এটাই দেশের প্রকৃত চিত্র। এখানে কারও কোনো নিরাপত্তা নেই। দেশে একটা আইনহীনতা চলছে এবং তা আওয়ামী লীগের সৃষ্ট। আমরা সিলেটের এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ছাত্রলীগের দুষ্কৃতকারীদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এ ধরনের নৈরাজ্য বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারা সারা দেশের মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করতে পেরেছে, একটা ভয়ভীতির রাজত্ব সৃষ্টি করেছে। বিএনপি মহাসচিব বলেন, আজ সমাজের প্রত্যেকটা স্তরে একটা নিরাপত্তার অভাব। এক ধরনের ভয়ভীতি কাজ করছে। এক সময় যারা উচ্চকণ্ঠ ছিলেন, মানুষের দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে কথা বলতেন তারাও এখন কথা বলছেন না। সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জোর করে নিয়েছে। তারা পুলিশকে ব্যবহার করেছে তাদের অপকর্মগুলোতে।এর আগে শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর