মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি নারী নির্যাতনের মহামারী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি নারী নির্যাতনের মহামারী

করোনা সংক্রমণের মতোই দেশে দুর্নীতি ও নারী নির্যাতনের মহামারী চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, বাংলাদেশে এখন শুধু করোনা মহামারীই চলছে না, দুর্নীতি ও নারী নির্যাতনের মহামারী চলছে। এ মহামারী থেকে জনগণকে রক্ষা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল। সদস্যসচিব নিপুণ রায়চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, রবিউল ইসলাম রবি প্রমুখ বক্তব্য দেন। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনদের সেঞ্চুরির শেষ নেই। শুধু দ্রব্যমূল্যে সেঞ্চুরি নয়, নারীর সম্ভ্রমহানির সেঞ্চুরিতেও ঐতিহ্য রয়েছে ছাত্রলীগের।

১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা নারীর সম্ভ্রমহানির সেঞ্চুরি করেছিলেন। তথ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান তথ্যমন্ত্রীর একটা ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি হচ্ছে গুজবের ফ্যাক্টরি, মিথ্যা কথা রচনার ফ্যাক্টরি। তিনি প্রতিদিন বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলছেন।

শ্রমিক দলের দোয়া মাহফিল : গতকাল নয়াপল্টনে নিচতলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আনোয়ার হোসেইনসহ শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ খবর