বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাদীপক্ষের সন্তুষ্টি, আপিলের ঘোষণা আসামিপক্ষের

নিজস্ব প্রতিবেদক

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে সন্তুষ্টির কথা জানিয়েছে নিহত রিফাত শরীফের পরিবার। অন্যদিকে মিন্নিসহ অন্য আসামিদের আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর আদালতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমার মেয়ে ষড়যন্ত্রের শিকার। আমরা আপিল করব।’ মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলামও আপিল করার সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘আমরা বলেছিলাম, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ।’ দন্ডিত মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা দেলোয়ার হোসেন দাবি করেন, তার ছেলে জটলার মধ্যে ঘটনা দেখতে গিয়েছিল, হত্যাকান্ডে ছিল না। তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। অন্যদিকে মামলার বাদী রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মিন্নিসহ ছয় আসামির সর্বোচ্চ শাস্তি হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।’ এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি বলেই আদালত ছয়জনকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে।’

সর্বশেষ খবর