বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ

আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

প্রতিদিন ডেস্ক

কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ

নতুন আমির শেখ নাওয়াফ

যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে কুয়েতের নতুন আমির ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। এ ঘোষণা দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পড়ে শোনানো হয়। সূত্র : রয়টার্স। গত মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা যান। তিনি শেখ নাওয়াফের সৎ ভাই। পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র কুয়েতের সংবিধান অনুযায়ী আমিরের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে যুবরাজ সরাসরি আমির হন। পার্লামেন্টে শপথ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন। গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় পার্লামেন্টে নতুন আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। ২০০৬ সালে কুয়েতের তৎকালীন আমির শেখ সাদ আল-আবদুল্লাহর পদত্যাগের পর জানুয়ারিতে ক্ষমতায় এসেছিলেন শেখ সাবাহ। ১৪ বছর পর মৃত্যুর মধ্য দিয়ে তাঁর শাসনের অবসান হওয়ায় ৮৩ বছর বয়সী নাওয়াফ নতুন আমির হলেন। কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের ভান্ডার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদেশ। দেশটির ৪৮ লাখ জনসংখ্যার ৩৪ লাখই বিদেশি। ২৬০ বছর ধরে কুয়েত শাসন করছে সাবাহ পরিবার। দেশটির রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন আমিরই। পার্লামেন্ট বাতিল কিংবা ভেঙে দিয়ে নির্বাচন ডাকার ক্ষমতাও তার হাতে।

কুয়েতের আমিরের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক আজ : কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে সরকার। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। এর পরই দেশটির মন্ত্রিসভা প্রয়াত আমিরের সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ-আল আহমেদকে নতুন আমির ঘোষণা করে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর ইন্তেকালে ১ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।’ এতে আরও বলা হয়েছে, ‘এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

সর্বশেষ খবর