বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের সঙ্গে আছি

নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের সঙ্গে আছি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যবসায়ীরা ভালো থাকলে ব্যাংকগুলোও ভালো থাকবে। এ জন্য খেলাপি ঘোষণা সংক্রান্ত সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা একটা বৃহত্তর স্বার্থ। এ বৃহত্তর স্বার্থে আমরা ব্যবসায়ীদের সঙ্গেই আছি। গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সংক্ষিপ্ত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সৌদি প্রবাসী যারা কর্র্মক্ষেত্রে ফিরে যেতে টিকিটের জন্য বিক্ষোভ করছেন তাদের জন্য অর্থমন্ত্রী হিসেবে তার কিছুই করার নেই। তিনি মনে করেন এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়। টিকিট পাওয়ার জন্য প্রবাসীরা সিভিল এভিয়েশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারেন।

 তবে দেশের মানুষ বিদেশে গিয়ে চাকরি-বাকরি করুক, অর্থ উপার্জন করুক, দেশে তাদের আত্মীয়-স্বজনের কাছে টাকা-পয়সা পাঠাক এটা আমরা সবাই চাই। ঋণ খেলাপি ঘোষণার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি সার্কুলার নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ মুহূর্তে তাদের খেলাপি ঘোষণা করা ঠিক হবে না। কেননা এ সময় তাদের খেলাপি ঘোষণা করা হলে তাদের ব্যবসা-বাণিজ্য কোনো কিছুই আর স্বাভাবিক থাকবে না। এতে করে যেসব রপ্তানির এলসি করা হয়েছে সেগুলো সেটেল হবে না। ফলে রপ্তানি খাত মার খেয়ে যাবে। এ জন্য এটার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক সঠিক কাজটিই করেছে। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা তো ব্যাংকের ক্লায়েন্ট। এ জন্য ব্যবসায়ীদের ভালো থাকতে হবে। ব্যবসায়ীরা ভালো থাকলে তো ব্যাংকগুলোও ভালো থাকবে। ক্লায়েন্টদের লাভ হলে দিন শেষে ব্যাংকগুলোরই লাভ হবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর