শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আট মাস পর আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। সকাল ১০টায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত           হবে। এতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। বৈঠকে করোনার          কারণে আট মাস ধরে আটকে থাকা দলের বেশ কয়েকটি সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

দলটির নীতি নির্ধারণী ফোরামের একাধিক নেতা জানিয়েছেন, দীর্ঘ আট মাস পর এই বৈঠকে আগামী ৬ মাসের এজেন্ডা রাখা হয়েছে। এর মধ্যে সাংগঠনিক কর্মসূচির মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন, জেলাগুলোর পূর্ণাঙ্গ  কমিটি,  দলের সম্পাদকীয় বিভাগীয় উপকমিটি চূড়ান্ত করা, শূন্য হওয়া সংসদীয় আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে প্রস্তাবিত বিভাগভিত্তিক সাংগঠনিক টিম চূড়ান্তসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়েও কথা হবে। দলের কার্যনির্বাহী সংসদের এজেন্ডায় রয়েছে শোক প্রস্তাব পাঠ, ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের জন্মদিনের কর্মসূচি, ৩ নভেম্বর জেলহত্যা দিবস, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস ইত্যাদি।

সর্বশেষ খবর