শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কাটেনি প্রবাসীদের টিকিট উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব প্রবাসীদের টিকিট উৎকণ্ঠা এখনো কাটেনি। গতকাল ছুটির দিনেও রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসে ও  মতিঝিলে বিমানের কার্যালয়ের সামনে সৌদিপ্রবাসী টিকিটপ্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গতকাল টিকিট হাতে পেতে দেখা গেছে অনেককেই। ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত যাদের ফিরতি টিকিট ছিল তাদের টিকিট রিইস্যু করা হয়। তবে চার দিনের টিকিট রিইস্যু করায় লাইনে প্রচুর ভিড় দেখা যায়।

কারওয়ানবাজাওে সৌদি এয়ারলাইনসের সামনে সৌদিপ্রবাসীরা জানান, যাদের ভিসার মেয়াদ আছে কেবল তাদেরই টিকিট দেওয়া হচ্ছে। আবদুল মান্নান নামে এক ব্যক্তি টিকিট নিয়ে বেরিয়ে এসে জানান, তার ভিসার মেয়াদ ১৩ অক্টোবর শেষ হবে। তিনি ৫ তারিখের টিকিট পেয়েছেন। কোনো ঝামেলা হয়নি। এখন তিনি করোনা পরীক্ষার সনদ নেবেন। টিকিট হাতে বেরিয়ে মো. সোবহান বলেন, আমার ফ্লাইট ১৫ তারিখে। এ মাসের ২৩ তারিখ পর্যন্ত ভিসা ছিল। আজ টিকিট পেয়েছেন। টিকিট পেতে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে ভিসার মেয়াদ কম থাকলে সৌদি প্রবাসীদের টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া পুরো টিকিটিং সিস্টেম চলছে সরকারি নির্দেশ মোতাবেক। প্রবাসীরা জানান, অপেক্ষারতরা জানান, যারা টোকেন পেয়েছেন তারা ঠিকঠাকভাবে টিকিট পাচ্ছেন। তবে অনেকে বলছেন, যাদের ভিসার মেয়াদ বেশি তারা অনেকে টোকেন পেলেও টিকিট না পেয়ে খালি হাতে ফিরেছেন। সৌদি প্রবাসী রাহাত পাটোয়ারী বলেন, আমার ভিসার মেয়াদ আর এক মাস রয়েছে। কিন্তু মালিক দ্রুতই যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। তাই টিকিটের জন্য এসেছি। গতকালই টোকেন পেয়েছি, এখন অপেক্ষায় আছি টিকিটের জন্য। তিনি আরও বলেন, কয়েকজনকে ভিসার মেয়াদ বেশি থাকায় টিকিট না পেয়ে ফেরত যেতে দেখেছি। যাদের ১৫ দিনের ওপরে ভিসার মেয়াদ রয়েছে তাদের টিকিট দেওয়া হচ্ছে না। তবে এদের নিচে যারা তাদের দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর