শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
এমসি কলেজে গণধর্ষণ

আদালতে স্বীকারোক্তি দিলেন তিন আসামি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার আট আসামির মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জিহাদুর রহমান তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম।

পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল বিকালে তিন আসামিকে আদালতে নিয়ে যায় পুলিশ। এ সময় তারা আদালতে জবানবন্দি দিতে সম্মত হলে বিচারক তা রেকর্ড করেন। প্রথমে জবানবন্দি দেন অর্জুন লস্কর। এরপর যথাক্রমে সাইফুর রহমান ও রবিউল ইসলাম। জবানবন্দিতে গণধর্ষণে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে তারা সেদিনের ঘটনার আদ্যোপান্ত বর্ণনা দেন বলে জানা গেছে।

এর আগে সোমবার এ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান। এ ছাড়া মামলায় গ্রেফতার আরও পাঁচ আসামি পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। তারা হলেন রাজ চৌধুরী রাজন, আইনুদ্দিন, শাহ মাহবুবুর রহমান রিনি প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেন। র‌্যাব ও পুলিশ ইতিমধ্যে এজাহারনামীয় ছয়জন ও সন্দিগ্ধ দুজনকে গ্রেফতার করেছে।

সর্বশেষ খবর