রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাজার এখন নিয়ন্ত্রণহীন

নিজস্ব প্রতিবেদক

বাজার এখন নিয়ন্ত্রণহীন

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাজার এখন নিয়ন্ত্রণহীন। মৌসুমে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। কিন্তু সরকারের অব্যবস্থাপনায় সেই পণ্য কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। তিনি বলেন, আমদানির সঙ্গে জড়িত হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী বাজারমূল্য নিয়ন্ত্রণ করছে। আর বাড়তি মূল্যের জন্য মন্ত্রণালয়ের রোষানলে পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের জাতীয় সেচ্ছাসেবক পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের আরও বলেন, টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে পরিকল্পিতভাবেই প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হবে। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি। রোনার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা সহসাই স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না। দেশ বাঁচাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে ও  সহসভাপতি আবু সাঈদ স্বপনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, এনাম জয়নাল আবেদীন, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর