রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সরকার জনগণকে বিভ্রান্ত করছে

নিজস্ব প্রতিবেদক

সরকার জনগণকে বিভ্রান্ত করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অপরাজনীতি করে সরকার জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। রাজনীতির নামে এ ধরনের নোংরা বিষোদগার, নোংরা আচরণ মানুষকে রাজনীতি সম্পর্কে ভীতসন্ত্রস্ত করে তোলে। তিনি আরও বলেন, এ সরকার মা-বোনদের ধর্ষণ থেকে রক্ষা করতে পারে না। শেয়ার মার্কেট লুট হয়ে যায়। রাষ্ট্রয়ত্ত ব্যাংক লুট হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। ক্ষমতাসীন দলের লজ্জা হওয়া উচিত। জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এ কর্মসূচির আয়োজন করে।  নেতা-কর্মীরা রাস্তার এক পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন। সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের পরিচালনায় মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুবদলের মোরতাজুল করীম বাদরু, আবদুল খালেক, আলী আকবর চুন্নু, রফিকুল ইসলাম মজনু, এস এম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, শরীফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। রুহুল কবির রিজভী বলেন, এ সরকার একটা নাটকবাজ সরকার। সরকার যখন উন্নয়নের কথা বলে, জনগণ বলে এটি একটি নাটক।

আজ যেখানে সম্ভ্রমহানি হওয়া নারীর আর্তচিৎকার শুনবেন, সেখানেই ছাত্রলীগ। চারদিকে কলঙ্কের  বোঝা। মানুষ এখন ছি ছি করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর