সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

টোকেন-টিকিট পেতে ভোগান্তিতে সৌদি প্রবাসীরা, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

টোকেন-টিকিট পেতে ভোগান্তিতে সৌদি প্রবাসীরা, বিক্ষোভ

টিকিট ভোগান্তিতে ক্ষুব্ধ প্রবাসীরা গতকালও বিক্ষোভ করেন -বাংলাদেশ প্রতিদিন

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের টোকেন দাবিতে গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তা অবরোধ করেন সৌদি আরব প্রবাসীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সকাল থেকে কয়েক শ সৌদি প্রবাসী টোকেন নিতে হোটেল সোনারগাঁওয়ের সামনে অবস্থান নেন। কিন্তু টোকেন না পেয়ে তারা সড়কে অবস্থান নেন। জানা গেছে, হোটেলেরই  এক পাশে অবস্থিত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের কার্যালয়। সেখানে ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হয়েছিল। কিন্তু কারওয়ান বাজার সার্ক ফোয়ারা চত্বর অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক শ সৌদি প্রবাসী। সৌদি এয়ারলাইনস জানিয়েছে, রবিবার ই১ থেকে ১০০ এবং ইয়েলো কালার ১ থেকে ই৩৫০ পর্যন্তকে টোকেনের জন্য ডাকা হয়েছিল। অথচ হোটেলের চারপাশে হাজারো মানুষ জড়ো হয়। জানা গেছে, গতকাল দুপুরে জাহাঙ্গীর টাওয়ারে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়ার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। এর ফলে সার্ক ফোয়ারা চৌরাস্তা থেকে চারদিকে সব যানবাহন বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যান। বিশেষ করে রোগী ও নারীরা বেশি ভোগান্তিতে পড়ে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। অবরোধের ফলে বাংলামোটর, ফার্মগেট, গ্রিন রোড ও হাতিরঝিলগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, একপর্যায়ে হোটেল সোনারগাঁও বন্ধ করে দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা হোটেল সোনারগাঁওয়ের গেট ঠেলে ভিতরে প্রবেশের সময় পুলিশ লাঠিচার্জ করে। সায়মা নামে এক যাত্রী বলেন, এভাবে সড়ক অবরোধ করে মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায় অমানবিক। এতে কত মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। সরেজমিন দেখা গেছে, সৌদি প্রবাসীরা বিভিন্ন গাড়িতে উঠে যাত্রীদের নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কিছু কিছু গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন তারা। বিশৃঙ্খলা না করতে বোঝানোর চেষ্টা ব্যর্থ হলে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন সোনারগাঁও হোটেলের গেট ঠেলে ভিতরে ঢুকে পড়েন হাজারও সৌদি প্রবাসী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পুলিশের লাটিচার্জে কয়েকজন প্রবাসী আহত হন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইনস ঘোষণা দেয়, সৌদি আরব থেকে লকডাউনের আগে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধু তাদেরই টোকেন দেওয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবেন। ৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে। এদিন ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হলেও হাজারও প্রবাসী বাংলাদেশি টোকেনের জন্য এসে জড়ো হন। প্রসঙ্গত, ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় ৮০ হাজার প্রবাসী কর্মী। সাত মাস পর কাজে ফিরে যাওয়ার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে তৈরি হয় অনিশ্চয়তা। বাধ্য হয়ে গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। টানা তিন দিনের বিক্ষোভের পর ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, বাংলাদেশের শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। যেসব বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে চান তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে সম্মত হয়েছে সৌদি সরকার। এর পর দিন থেকেই সৌদি এয়ারলাইনসের টিকিট দেওয়া শুরু হয়। সৌদি এয়ারলাইনসের পাশাপাশি বাংলাদেশ বিমানের মতিঝিল কার্যালয় থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর