সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গণফোরামকে বিব্রত করার এখতিয়ার কারও নেই

নিজস্ব প্রতিবেদক

গণফোরামকে বিব্রত করার এখতিয়ার কারও নেই

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণফোরামকে বিব্রত করার এখতিয়ার কারও নেই। তিনি বলেন, গণফোরামের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকান্ড ইতিপূর্বেও আমাদের নজরে এসেছে। তাদের বিধিসম্মতভাবে দল থেকে বহিষ্কার করে গণফোরাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন বহিষ্কৃতদের সঙ্গে মিলিত হয়ে আবারও কয়েকজন সদস্য গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ড, বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। গতকাল বিকালে রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে এক বৈঠকে তিনি একথা বলেন। পরে সংগঠনের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতেও একই কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়, গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার আরও কয়েকজন সদস্যকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তাদের সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির রয়েছে। উল্লেখ্য, গণফোরামে বর্তমানে অস্থিরতা চলছে। আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে দুই গ্রুপ আলাদাভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর