মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অপরাধীদের শাস্তি দেখলে মানুষ সতর্ক হবে

সেলিনা হোসেন

নিজস্ব প্রতিবেদক

অপরাধীদের শাস্তি দেখলে মানুষ সতর্ক হবে

ধর্ষণ যারা করছে আমরা সেই অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই। অপরাধীদের শাস্তি দেখলে তার চারপাশে থাকা মানুষগুলো সতর্ক হবে। তারা বুঝতে পারবে যে, এ ধরনের কাজ করলে কঠোর শাস্তি পেতে হবে। সুতরাং তখন তারা নিজেদের এই ঘৃণ্য কাজ থেকে নিবৃত্ত করবে। কথাসাহিত্যিক সেলিনা হোসেন বাংলাদেশ প্রতিদিনকে গতকাল এসব বলেন। তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি, মাদকের সহজলভ্যতা ও প্রযুক্তির অপব্যবহারের কারণে করোনার এই মহামারীতেও ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সেলিনা হোসেন বলেন, সামাজিক মূল্যবোধের এত অবক্ষয় হয়েছে যে, আমাদের সচেতন জগতে এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। এর ফলে আমরা সমাজে ঠিকমতো বসবাস করতে পারছি না। অপরাধীকে ঠিকমতো শাস্তি দিয়ে এসব কিছু দমাতে হবে।

আর আমাদের নাগরিক জীবনের সবাইকে সচেতনতাবোধে উদ্বুদ্ধ হতে হবে। আমরা যেন কাউকে এ ধরনের কাজ করা থেকে রেহাই না দেই।

তিনি বলেন, অপরাধীর শাস্তি নিশ্চিত সরকারকেই করতে হবে। সেটা আর কারও পক্ষে  সম্ভব নয়। কিন্তু এই শাস্তিটা যেন ঠিকমতো হয়, সময় মতো হয়। বিচারহীনতার সংস্কৃতিতে আমরা যেন দীর্ঘ সময় পড়ে না থাকি। খুব দ্রুত বিচার করে ধর্ষকদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। তাহলে হয়তো ধর্ষণের মতো অপরাধ দমন করা যাবে, ধর্ষণ কমানো যাবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর