বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হোয়াইট হাউসে ফিরেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

তাকে জোকার বলা ঠিক হয়নি : বাইডেন

সাইফ ইমন

হোয়াইট হাউসে ফিরেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনী প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জোকার’ বলে ফেলাটা ঠিক হয়নি। তাকে জোকার না বলে জোকারের মতো আচরণ হচ্ছে এমনটা বলা যেতে পারত। এদিকে হাসপাতালে তিন রাত কাটানোর পর সোমবার হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। ফিরেই সাংবাদিকদের সামনে ফটোসেশনের জন্য মাস্ক খুলে ফেলেন তিনি। এ ঘটনায় সবাই হতভম্ব। এরই মধ্যে হোয়াইট হাউসে নতুন করে ট্রাম্পের একজন ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন। তার নির্বাচনী প্রচারণায়ও এর প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউসে ফিরে কেমন লাগছে? একজন সাংবাদিকের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘খুবই ভালো।’ হেলিকপ্টারে হাসপাতাল থেকে হোয়াইট হাউস চত্বরে ফেরেন ট্রাম্প। এ সময় তিনি মাস্ক খুলে হাত নাড়ান এবং থাম্ব আপ সাইন দেখান। পরে মাস্ক পকেটে নিয়ে হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেন তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হাসপাতাল থেকে দ্রুত প্রত্যাবর্তন এবং মাস্ক না পরা নিয়ে নেতিবাচক কিছু বলেননি জো বাইডেন। প্রেসিডেন্টের স্বাস্থ্য ভালো হচ্ছে জেনে খুশি হয়েছেন উল্লেখ করে বাইডেন বলেন, চিকিৎসকের পরামর্শের পর তিনি এ নিয়ে অন্য কিছু বলতে চান না। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা রয়েছে বলে বাইডেন উল্লেখ করেন। বাইডেন বলেন, করোনায় সংক্রমিত হওয়ার পর তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তবে বিষয়টিকে অনুপ্রবেশের মতো দেখাবে বলে সে চিন্তা থেকে পরে সরে এসেছেন। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এর পরই তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু রবিবার আচমকাই বেরিয়ে পড়েন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে হাত নাড়ার পাশাপাশি নিজের গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি। প্রেসিডেন্টের এমন কর্মকান্ড নিয়ে প্রশ্নের মুখেই পরদিন সোমবার হাসপাতাল ছাড়েন তিনি। ট্রাম্প সুস্থ আছেন এবং রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাচ্ছেন তা প্রমাণের জন্য হোয়াইট হাউস থেকে দুটি ছবি প্রকাশ করা হয়েছে। ১০ মিনিটের ব্যবধানে তোলা হলেও ছবি দুটিতে ট্রাম্প ভিন্ন ভিন্ন কাপড় পরে ছিলেন। উল্লেখ্য, আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে পুনর্র্নির্বাচিত হওয়ার লড়াইয়ে রয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচার চালানোর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। জনমত জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এখনো খানিকটা পিছিয়ে রয়েছেন ট্রাম্প।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর