শিরোনাম
বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাই কোর্টে মিন্নির আপিল

নিজস্ব প্রতিবেদক

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকান্ডে বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাই কোর্টে আপিল আবেদন দাখিল করেছেন। তার আবেদনে বিচারিক আদালতের রায়কে অনুমাননির্ভর ও বাতিলযোগ্য উল্লেখ করে নিজের খালাসের পক্ষে ২১টি যুক্তি তুলে ধরা হয়েছে। এমনকি মামলার বিচার ও সাজা প্রদানের প্রক্রিয়া নিয়েও আপিল আবেদনে যুক্তি তুলে ধরা হয়েছে। গতকাল মিন্নির পক্ষে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম।

আবেদনের বিষয়ে আইনজীবী মাক্কিয়া ফাতেমা বলেন, আপিল আবেদনটি মোট ৪৫১ পৃষ্ঠার। আমরা আবেদনে বিচরিক আদালতের রায়ের অসঙ্গতিগুলো তুলে ধরেছি। এ ছাড়াও মামলা খালাসের পক্ষে সর্বমোট ২১টি যুক্তি উপস্থাপন করেছি। পরে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না বলেন, যত শিগগির সম্ভব এ মামলার শুনানি হবে, আমরা শুনানি করার চেষ্টা করব। আমরা আশাবাদী আইনের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং মিন্নি বেকসুর খালাস পাবেন। ২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ওই ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান সাক্ষী করা হয় রিফাতের স্ত্রী মিন্নিকে। পরে সাক্ষী থেকে মামলার আসামি হন মিন্নি। গত ৩০ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া রায়ে নিহত রিফাতের স্ত্রী মিন্নি, রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসানকে মৃত্যুদন্ড দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় চার আসামিকে। ওই রায় প্রদানের সাত কার্যদিবসের মধ্যে দন্ডিত আসামিদের আপিল করার জন্য রায়ে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর