বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে নিরলস কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি নবনির্মিত প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন। তিনি তার ঢাকাস্থ অফিস কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ৪টি নির্মিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূঁইয়া বকুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমনসহ দলীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধিগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, বিএনপি সরকার এসে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করে দিয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর পুনরায় সম্মানী ভাতা বৃদ্ধি করে দেওয়া শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর