শিরোনাম
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
আন্দোলন অব্যাহত

প্রতিবাদী স্লোগানে মুখর দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবাদী স্লোগানে মুখর দেশ

সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল চট্টগ্রামের ওয়াসা মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালী, সিলেট, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ধর্ষণকান্ডের বিচারে আলাদা টাস্কফোর্স, ধর্ষকদের মৃত্যুদন্ডসহ আইন সংশোধনের দাবি জানানো হয় এসব কর্মসূচিতে।  এদিকে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় গতকাল রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়। এতে করে দোষী ব্যক্তিরা বারবার এমন ঘটনা ঘটায়। ধর্ষক ও তাদের পৃষ্ঠপোষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে টানা চতুর্থ দিনের মতো ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ লেখা ব্যানার নিয়ে জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন এতে অংশ নেয়। এ সময় ছন্দে ছন্দে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে ধর্ষণের প্রতিবাদ জানাতে থাকেন। প্রতিবাদী অবস্থানে বিক্ষোভ ও স্লোগানের পাশাপাশি চলতে থাকে প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচি। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আমরা বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এমন নিশ্চয়তা নেই যে কাল আমাদের মা, বোন বা অন্য কেউ ধর্ষিত হবেন না। তাই আসুন, আমরা যে যার জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ ধর্ষকদের আস্তানা হতে পারে না।’ এ ছাড়া ‘মুক্তিযুদ্ধের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষক লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ করতে হবে’, ‘প্রীতিলতার বাংলাদেশে, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘প্রতিবাদের স্লোগান মুখে, প্রতিবাদের আগুন মুখে, ধর্ষকদের দাঁড়াও রুখে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, ‘যে রাষ্ট্র ধর্ষক পোষে, সে রাষ্ট্র ভেঙে দাও’, ‘ধর্ষকদের কারখানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগানে দিনভর বিক্ষোভ চলে। বিক্ষোভ চলাকালে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ও আজ শুক্রবার বেলা ৩টায় মহাসমাবেশের ডাক দিয়েছে। এ সময় মহাসমাবেশের ডাক দেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনীক রায়। একই সময় মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নতুন প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতার মঞ্চ’। এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট বিকালে সারা দেশে সব শহীদ মিনারে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে। জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ বলেন, ‘নোয়াখালী, সিলেটসহ দেশে অব্যাহত যে ধর্ষণের ঘটনা ঘটছে, তা একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব হচ্ছে। সরকার ইতিমধ্যে নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতার করেছে। আমরা মনে করি না, গ্রেফতার যথেষ্ট। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ধর্ষকদের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ এদিকে রাজধানীর খিলগাঁওয়ের সি ব্লকে শহীদ বাকি সড়কে মানববন্ধন করেছেন নারী শিক্ষক ও একটি নারী সংগঠনের সদস্যরা। পল্লিমা মহিলা পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পল্লিমা মহিলা পরিষদের সভাপতি শিরীন বেগম বলেন, ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা চলছে। আমরা নারীরা ন্যায়বিচার চাই। এসব ঘটনার তিন মাসের মধ্যে বিচার করতে হবে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করতে হবে।’ এদিকে লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ধর্ষণ-নিপীড়ন ও নারী-শিশু হত্যার প্রতিবাদে গতকালও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ছাত্র সমাজের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।  কুমিল্লা প্রতিনিধি জানান, ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লা নগরীতে মানববন্ধন করেছেন নারীরা। মহিলা আওয়ামী লীগ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে নগরীর কান্দিরপাড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। বাগেরহাট প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে নারীদের সংগঠন অপরাজিতা নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠন। নীলফামারী প্রতিনিধি জানান, ধর্ষণ, খুন, গুমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল সকালে শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ ছাড়া ধর্ষণ ও যৌন নিপীড়নবিরোধী মানববন্ধন করেছে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। নেত্রকোনা প্রতিনিধি জানান, ধর্ষণবিরোধী কর্মসূচি নেত্রকোনায়ও অব্যাহত রয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ফেসবুকভিত্তিক মদন উপজেলা হেল্প ডেস্ক প্রতিবাদ কর্মসূচি পালন করে। টাঙ্গাইল প্রতিনিধি জানান, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। গতকাল সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ছাড়া একই দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন করেছে কটিয়াদী রক্তদান সমিতি। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের সড়কে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের ব্যানারে এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন অংশ নেয়। হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। হবিগঞ্জ প্রতিনিধি জানান, নারী নির্যাতনের আইনানুগ ব্যবস্থা নিয়ে ধর্ষণকারীর বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও মিছিল করে সংস্কৃতি কর্মীরা। গতকাল হবিগঞ্জ বাউল সাংস্কৃতিক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, পুলিশি বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন কর্মসূচি প- হয়েছে। নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি মানববন্ধন আহ্বান করে। সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল বরিশালে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। একই দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশালের এক কলেজছাত্রী। এদিকে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ধর্ষণ, যৌন নির্যাতন ও নারী নিপীড়নের প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় ফুলপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সাধারণ ছাত্রদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাটোর প্রতিনিধি জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জেলার দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে যান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তারা পুলিশি বাধার মুখে পড়েন। কিছু সময় মানববন্ধন কর্মসূচি চললেও পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে আট বছরের শিশুকে ধর্ষণসহ সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জানান, ধর্ষণ ও নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মাদারীপুরে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে গতকাল দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।

সর্বশেষ খবর