শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বল্পোন্নতদের নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক

স্বল্পোন্নতদের নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণে সব সূচকে উতরে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আগে এই ক্যাটাগরি থেকে বের হলে যেসব সুবিধা থেকে বঞ্চিত হতে হবে সে বিষয়ে আন্তর্জাতিক এজেন্ডা তৈরি করা জরুরি। এ বিষয়ে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে। শুধু এজেন্ডা তৈরি নয়। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে, এসব ক্রাইটেরিয়া আর কোনো দেশের নেই। তিনি গতকাল করোনা মহামারীর পরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। ভার্চুয়াল এই আলোচনা অনুষ্ঠানটি এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়েছে। আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলন ২০২২ সালের জানুয়ারিতে দোহায় হতে যাচ্ছে। এর আগে ২০১১ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত চতুর্থ সম্মেলনে যেসব আন্তর্জাতিক সমঝোতা স্বাক্ষর হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছি। আগামী সম্মেলনেও যেসব স্বল্পোন্নত দেশ শিগগিরই উত্তরণ করতে যাচ্ছে তাদের এ ব্যাপারে দাবি-দাওয়া তুলতে হবে। তিনি বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আন্তর্জাতিক গণপণ্য হিসেবে স্বল্পোন্নত দেশগুলো পাবে কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আর পাবে কিনা সে ব্যাপারে আলোচনা তুলতে হবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে যেসব সুবিধা বঞ্চিত হবে তাতে বেরিয়ে যাওয়া উচিত হবে কি না সেটা নিয়ে দুটি বিষয় হতে পারে। করোনার প্রভাব বর্ণনা করে আন্তর্জাতিক করুণা চাওয়া। অথবা এখান থেকে বেরিয়ে এসে শক্ত অবস্থান থেকে বলা- যে করোনার অভিঘাতের পরও আমরা সবকিছু সামাল দিয়ে এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক মহল আমাদের পাশে দাঁড়াও। সুযোগ থাকলে অবশ্যই এই ক্যাটাগরি (স্বল্পোন্নত) থেকে বেরিয়ে যাওয়া উচিত।

সর্বশেষ খবর