রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নারী নির্যাতনেরও এখন মহামারী

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতনেরও এখন মহামারী

বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে করোনাভাইরাসের মহামারী চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতনের মহামারী। বাসা থেকে কর্মক্ষেত্র প্রতিটি জায়গায় এই নির্যাতন চলছে। তিনি বলেন, নারী নির্যাতনকারীরা রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয়।

ড. মজুমদার দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে বক্তৃতা করছিলেন। সুজন-সুশাসনের জন্য নাগরিক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ অ্যান্ডিং হাঙ্গারের যৌথ উদ্যোগে দেশব্যাপী মানববন্ধন পালনের অংশ হিসেবে ঢাকার কর্মসূচিতে অংশ নেন তিনি। এ ছাড়া গুড নেইবার্স বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), আপন ফাউন্ডেশন মানববন্ধনে অংশ নেয়। বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘বিচারহীনতার কারণেই এই পরিস্থিতি। আবার রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও রয়েছে। কেউ বলেন, পৃথিবীর সব দেশেই ধর্ষণ হয়। এর মাধ্যমে মানবরূপী এসব দানবদেরই উৎসাহ দেওয়া হয়।’ এ সময় তিনি জানান, সম্প্রতি আমাদের পক্ষ থেকে ১৩৫ জন কর্মজীবী নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তারা জানিয়েছেন তাঁদের শতভাগ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার। মানববন্ধন থেকে ধর্ষকসহ নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ ও বিচার নিশ্চিত করা, ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করাসহ ক্ষমতার প্রশ্রয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের অবসান ঘটানোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ সংক্রান্ত মামলাগুলো বিচার করতে হবে। রাজনৈতিক দল ও প্রশাসনকে ধর্ষকদের ব্যাপারে কোনো ধরনের সহনশীলতা দেখাতে পারবে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম বিপর্যয় ঘটায় এই ধর্ষকের গোষ্ঠী ধরা পড়লেও আর্থিক বা রাজনৈতিক ক্ষমতাবলে বেরিয়ে এসে ভিকটিম এর পরিবারকেই আবার নির্যাতন করছেন। তারা এই পরিস্থিতির আমূল পরিবর্তন দাবি করেন। তারা বলেন, আলোচিত সোহাগী জাহান তনু হত্যার, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চার সন্তানের জননী গণধর্ষণের, বনানীর দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনাসহ অনেক ধর্ষণ মামলার এখনো বিচার হয়নি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ ছাড়া বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলী, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি, ঢাকা মহানগর কমিটির ক্যামেলিয়া চৌধুরী, সুজনের ঢাকা মহানগর সম্পাদক মো. জুবায়েরুল হক নাহিদ, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) সাধারণ সম্পাদক সালমা মাহবুব, ইয়ুথ অ্যান্ডিং হাঙ্গার-এর প্রধান সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায়, আপন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর