সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন। তার নাম বসন্ত তঞ্চঙ্গ্যা ওরফে দুর্জয় তঞ্চঙ্গ্যা (৩৫)। গতকাল সকাল ৮টার দিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া থেকে মোটরসাইকেলে কাজে যাচ্ছিলেন বসন্ত তঞ্চঙ্গ্যা। এ সময়        পাহাড়ি সড়কে ওতপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। বসন্তের মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় সন্ত্রাসীরা তাকে আরও দুটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত বসন্ত তঞ্চঙ্গ্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলার কার্যক্রম চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ রয়েছে, বসন্ত তঞ্চঙ্গ্যা পেশায় মোটরসাইকেল চালক হলেও চাঁদা সংগ্রহের কাজ করতেন জেএসএসের। যার কারণে প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ জেএসএস নেতারা।

সর্বশেষ খবর