সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নারী নির্যাতনসহ সব অপরাধ দমনে সরকার কঠোর : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যে কোনো অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোনো অপরাধীকেই ছাড় দেবে না, সে যে দলের হোক। গতকাল সকালে বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে, তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন। জনগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো ধরনের বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু আন্দোলনের নামে পরিবেশ পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। পদ্মা সেতু প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৩২তম স্প্যান আজ (গতকাল) সকালে বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হয়েছে। অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে এসে বিআরটিসিকে জনগণের সেবায় নিয়োজিত করার নির্দেশ দেন সড়ক পরিবহনমন্ত্রী। এ সময় বিআরটিসি সদর দফতরে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহিসহ কর্মকর্তারা।

সর্বশেষ খবর