মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব সংসদ সদস্য মাহী বি চৌধুরী এবং তার স্ত্রী আশফা হক লোপার সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার সম্পদের হিসাব চেয়ে পৃথক নোটিস পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

নোটিসে বলা হয়েছে, দুদক আইন, ২০০৪-এর ধারা ২৬-এর উপধারা ১ অর্পিত ক্ষমতাবলে তাদের নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ২০১৯ সালের জুন মাসে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর