মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আইনের প্রয়োগ না থাকলে অপকর্ম বন্ধ হবে না

নিজস্ব প্রতিবেদক

আইনের প্রয়োগ না থাকলে অপকর্ম বন্ধ হবে না

আইনের প্রয়োগ না থাকলে ধর্ষকদের অপকর্ম বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজকে একের পর এক অপরাধ হচ্ছে। ধর্ষণের অপরাধের শাস্তি যদি মৃত্যুদন্ড হয় তাহলে কি এই অপকর্ম বন্ধ হবে? হবে না। আইন কাগজের মধ্যে থাকলে চলবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে। সুরক্ষা দিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাসাস মহানগরের উদ্যোগে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এ আলোচনা সভায় গয়েশ্বর রায় এ কথা বলেন। জাসাস মহানগরের আহ্বায়ক মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, লিয়াকত আলী, শরীফ মাহমুদুল হক, আরিফুর রহমান মোল্লা, জাকির হোসেন রোকন প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর