বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের দুই কর্মী নিহত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের দুই সশস্ত্র কর্মী নিহত হয়েছেন। তবে নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মো. শাহাবুদ্দিন নামের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে জেলার নানিয়ারচর উপজেলার বুডিঘাট ইউনিয়নের মুন্সি আবদুর রউফ টিলায়  এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মুন্সি আবদুর রউফ টিলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামেন সেনাসদস্যরা। এতে নেতৃত্ব দেন রাঙামাটি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম। এ সময় ওতপেতে থাকা ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের একটি গ্রুপ টহলে থাকা সেনাসদস্যদের ওপর গুলিবর্ষণ করে। এতে একটি গুলি সেনাসদস্য মো. শাহাবুদ্দিনের বাঁ কাঁধে লাগে। এ সময় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের ওপর সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই ইউপিডিএফ কর্মী নিহত হন। পরে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়। একপর্যায়ে ইউপিডিএফ কর্মীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউপিডিএফের নিহত দুই কর্মীর লাশ উদ্ধার করেন সেনাসদস্যরা। একই সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি একে ২২ এসএমজি উদ্ধার করা হয়। পরিস্থিতি শান্ত হলে আহত সেনাসদস্যকে হেলিকপ্টরযোগে রাঙামাটি থেকে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসার জন্য পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সেনাসদস্য শাহাবুদ্দিন শঙ্কামুক্ত বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি বিশেষ সূত্র। রাঙামাটির নানিয়ারচর থানার ওসি মো. সাব্বির রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সশস্ত্র সন্ত্রাসীদের লাশ সেনাবাহিনীর কাছ থেকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর