বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী বিগান আসছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী বিগান আসছেন আজ

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ-পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান তিন দিনের সরকারি সফরে আজ বুধবার বিকালে ঢাকা আসছেন। ভারত সফর শেষ করে বাংলাদেশে আসছেন মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম আস্থাশীল বিগান। বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সময় কাটিয়ে শুক্রবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরসূচি অনুসারে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে। এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে হবে তার সাক্ষাৎ। অতিথি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে আয়োজন করা হবে রাষ্টীয় ভোজ। এ ছাড়া ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও ব্যক্তিত্বদের সঙ্গে তার মতবিনিময়ের সূচি রয়েছে। বিগানের সফরসূচি ঘোষণা করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই. বিগান বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন। বাংলাদেশের সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর