বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
উৎকণ্ঠা হেফাজতে মৃত্যু নিয়ে

ঢাকা বিমানবন্দর থানার ওসির বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী এবং উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসাইনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বাদী হয়ে এ মামলা করেন নির্যাতনের  শিকার শামীম হোসাইনের স্ত্রী উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দা সালেহা সুলতানা সোমা। এ বিষয়ে বাদীর আইনজীবী সাদেকুল ইসলাম ওরফে জাদু ভূঁইয়া সাংবাদিকদের জানান, ওই আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলায় বাদী অভিযোগ করেন, গত ১০ অক্টোবর বিমানবন্দর থানার একটি মামলায় শামীম হোসাইন ও জনৈক আসাদ নামের একজনকে গ্রেফতার করে রাত ৯টায় থানায় নিয়ে যাওয়া হয়। পরে ওসি ফরমান আলীর নির্দেশে এসআই মাহবুব হোসাইন তাদের শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতন করেন স্বীকারোক্তি আদায়ের জন্য। এতে তারা মারাত্মকভাবে আহত হন। পরদিন তাদের আদালতে হাজির করা হলে আসামি পক্ষের আইনজীবী নির্যাতনের বর্ণনা করে নির্যাতন এবং মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর বিধি অনুযায়ী ভিকটিমদের বিবৃতি রেকর্ড করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এক দিন রিমান্ডে পাঠান। রিমান্ড চলাকালীন আসামি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উত্তরা ১ নম্বর সেক্টরে অবস্থিত মহিলা মেডিকেল কলেজে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১২ অক্টোবর তাকে আদালতে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর