বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য অধিদফতরের আরও চার কর্মীকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের আরও চার কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. সামছুল আলমের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।

সংস্থাটির জনসংযোগ কার্যালয় জানিয়েছে, স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি ক্লিনিক শাখার সহকারী আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. শাহানেওয়াজ ও শরিফুল ইসলাম এবং অফিস সহকারী মো. হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সহকারী প্রোগ্রামার মো. রুহুল আমিন, প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন হাওলাদার, অধিদফতরের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহজাহান ফকির ও আবু সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৮ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের ১২ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এরই অংশ হিসেবে আজ আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। জানা গেছে, দুদকের তলবি নোটিসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজের ও স্ত্রীর নামে থাকা পাসপোর্ট, এনআইডি ও আয়কর রিটার্নের অনুলিপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরে সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জন করে বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর