বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সিন্ডিকেট লুটে খায় ভোক্তা ক্রেতা কৃষক অসহায় : ইনু

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট লুটে খায়  ভোক্তা ক্রেতা কৃষক অসহায় : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছুদিন পরপরই বাজার নিয়ন্ত্রণকারী মুনাফাখোর লুটেরা সিন্ডিকেট সক্রিয় হচ্ছে। তাদের ইচ্ছামতো খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক দাম হাঁকিয়ে সাধারণ ভোক্তা-ক্রেতা সাধারণের কষ্টার্জিত আয় লুটে নিচ্ছে। সিন্ডিকেট লুটে খায়- ভোক্তা, ক্রেতা, কৃষক অসহায়।

গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে সাধারণ ভোক্তা-ক্রেতার জীবনে নাভিশ্বাস উঠেছে। অথচ খাদ্য উৎপাদনকারী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বাজার নিয়ন্ত্রণকারী এসব সিন্ডিকেট ধ্বংস করতে হবে। বাজার নিয়ন্ত্রণে স্থায়ী মনিটরিং ব্যবস্থা চালু করা জরুরি। ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ করতে হবে। বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত লুটেরা মুনাফাখোরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর