বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আদালত প্রতিবেদক

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফেসবুকে ধর্ষণ মামলার বাদী সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এ মামলা করেন।

এ বিষয়ে ওই ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন জানান, বিচারক আসসামস জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনার বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে ১১ অক্টোবর বাদীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন নুরুল হক নূর, তা মিথ্যা, মানহানিকর ও অপমানজনক। মামলায় আরও বলা হয়েছে, এ আসামি ছাত্র অধিকার পরিষদ নামীয় একটি সংগঠনের নেতা। তার এমন উসকানিমূলক বক্তব্যগুলো আক্রমণাত্মক, বিরক্ত, অপমান, অপদস্থ ও সমাজে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে প্রকাশ করা হয়েছে। এ ঘটনার বিষয়ে ১১ অক্টোবর শাহবাগ থানায় বাদী মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী রাজধানীর কোতোয়ালি থানায় ২১ সেপ্টেম্বর নূরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা করেছিলেন। ওই মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহিল কাফি (২৩)। এর আগে ২০ সেপ্টেম্বর লালবাগ থানায়ও একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন একই বাদী। মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। আল মামুনের বিরুদ্ধ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরে বিয়ে করতে রাজি না হওয়ার অভিযোগ আনেন। নূরের বিরুদ্ধে অভিযোগ, তিনি মীমাংসা করার নামে তাকে (ছাত্রী) নীলক্ষেতে ডেকে নিয়ে শাসিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর