শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঊর্ধ্বমুখী দাম খাতুনগঞ্জে

ফারুক তাহের, চট্টগ্রাম

দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রায় প্রতিটির দাম এখন ঊর্ধ্বমুখী। পিঁয়াজ-রসুন থেকে শুরু করে ভোজ্যতেল ও নানা জাতের ডালের পাইকারি দাম কিছুটা হলেও বেড়েছে। তবে খাতুনগঞ্জের পাইকারি বাজারে চায়না পিঁয়াজের সরবরাহ দেখা দিলেও খুচরা বাজারে পিঁয়াজের দাম নিয়ে এখনো অস্বস্তিতেই আছেন ক্রেতা-বিক্রেতারা। আবার সপ্তাহের শেষ দিনে গতকাল হুট করেই পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়ে গেছে রসুনের। ৬৫ টাকার রসুন এখন পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা। ফলে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দামের উঠানামা নিয়ে চরম উদ্বিঘ্নে রয়েছেন ক্রেতারা।

খাতুনগঞ্জের আমদানিকারকদের সূত্রে জানা গেছে, ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই দেশের পাইকারি বাজারে পণ্যের দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়। কিন্তু এরপর ব্যবসায়ীরা দ্রুত এলসি খুলে পার্শ¦বর্তী দেশ চীন, মিয়ানমার, পকিস্তান ও তুরস্কসহ বিশ্বের ১২টি দেশ থেকে পিঁয়াজ আমদানির উদ্যোগ নেন। ফলে পিঁয়াজের কিছু চালানও খালাস হয় চট্টগ্রাম বন্দরে। কিন্তু এখনো বাড়তি দামেই বাজারে পিঁয়াজ বিক্রি হচ্ছে। গতকাল খাতুনগঞ্জে পিঁয়াজ বিক্রি হয়েছে চায়না পিঁয়াজ কেজিপ্রতি ৫৮ থেকে ৬০ টাকা। মিয়ানমারের পিঁয়াজ ৭০ থেকে ৭২ টাকা আর দেশি পিঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকায়। অথচ চট্টগ্রামের খুচরা বাজারে কোথাও ৮০ টাকার কমে পিঁয়াজ বিক্রি হচ্ছে না। এদিকে ভোজ্যতেলের মধ্যে পাইকারি বাজারে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা উঠানামা করছে গত কয়েক দিন। গতকাল খাতুনগঞ্জের পাইকারি বাজারে খেলা সয়াবিন বিক্রি হয়েছে (ডিও মূলে) প্রতি মণ ৩৪৫০ টাকা আর সুপার সয়াবিন বিক্রি হয়েছে ৩২৪০ টাকা। আবার পাইকারি মূল্যে পলি প্যাকভর্তি সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯৮ টাকা করে। যা এত দিন খুচরায় ছিল ১০৫ টাকা কিন্তু গতকাল বিক্রি হয়েছে ১১০ টাকা। অন্যদিকে পাইকারি বাজারে মুগডাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ১২০ টাকা, মসুরডাল (উন্নত মানের) ১০৫ টাকা আর ছোলা বিক্রি হয়েছে ৬৮ টাকায়। একই ডাল খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে। নগরীর কাজীর দেউড়ি বাজারের খুচরা দোকানে মুগডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা, মসুর ১২০ টাকা এবং ছোলা ৮০ টাকায়। খাতুনগঞ্জের আনোয়ারা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন জানান, খাতুনগঞ্জের পাইকারি বাজারে তেল থেকে পিঁয়াজের আড়তে সবকিছুর দামে চলছে অস্থিরতা। এখন একরকম আবার ২ ঘণ্টা পর অন্যরকম। উঠানামার খেলা চলছে বাজারে। আবার কিছু মালের দাম পাইকারিতে কমলেও খুচরা বাজারে সেটার দাম কমাচ্ছে না দোকানদাররা। সব মিলে বাজার মনিটরিং সেলকে আরও দক্ষ ও কৌশলী ভূমিকা পালন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর