শিরোনাম
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় ভ্যাকসিন আনল রাশিয়া

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধক দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। বুধবার এক সরকারি বৈঠকে এ খবর দেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি আরও জানান, এরপর শিগগিরই তৃতীয় ভ্যাকসিনটিও আসবে। সূত্র : রয়টার্স।

রাশিয়ার প্রথম ভ্যাকসিনটির নাম ‘স্পুটনিক-ভি’। দ্বিতীয় নাম রাখা হয়েছে ‘এপিভ্যাককরোনা’। এটি আবিষ্কার করেছে সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউট। গত মাসে এটির মানব শরীরে প্রাথমিক পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করা হয়। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ‘আমাদের প্রথম ও দ্বিতীয় ভ্যাকসিনের উৎপাদন বাড়ানো দরকার। আমরা আমাদের বিদেশি অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছি। আমরা বিদেশে আমাদের টিকার প্রচার চালাব।’

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ‘এপিভ্যাককরোনা’ ১৮  থেকে ৬০ বছর  বয়সী ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা চালানো হয়েছে। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপর এটির পরীক্ষা চালানো হবে। পুতিন আরও জানিয়েছেন, অদূর ভবিষ্যতে করোনার তৃতীয় ভ্যাকসিনটিও আনতে চলেছেন তারা। এই ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে চুমাকভ  সেন্টার। কিছুদিনের মধ্যে এটিও নথিভুক্ত করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর