শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ফাঁড়িতে যুবকের মৃত্যু

ক্ষোভে উত্তাল সিলেট গ্রেফতার করা হয়নি ঘাতক পুলিশকে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীতে রায়হান আহমদ হত্যাকান্ডের ছয় দিন পার হলেও ধরা পড়েনি কোনো আসামি। অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবরেরও সন্ধান মিলছে না। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যরা গ্রেফতার না হওয়ায় রায়হারের পরিবার ও সিলেটের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

রায়হান হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে গতকাল সিলেট নগরী উত্তাল ছিল। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রতিবাদী চিত্রাঙ্কন  কর্মসূচি পালিত হয়। আন্দোলন আরও কঠোর আকার নিলে জুমার নামাজের পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির নিরাপত্তায় ‘ক্রাইসিস রেসপন্স টিম-সিআরটি’র একটি দলকে নিয়োজিত করা হয়। গতকাল জুমার নামাজের পর কুদরত উল্লাহ জামে মসিজদ, কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার মুসল্লি কোর্ট পয়েন্টে জড়ো হন। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রায়হান হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, রায়হান হত্যাকান্ডের ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলেও তাদের গ্রেফতার করা হয়নি। এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা অবিলম্বে রায়হান হত্যাকান্ডে জড়িত সব পুলিশ সদস্যকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে কোর্ট পয়েন্ট থেকে বিশাল মিছিল বের করা হয়। কোর্ট পয়েন্ট এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠলে পাশর্^বর্তী বন্দরবাজার ফাঁড়ির নিরাপত্তায় সিআরটির একটি দলকে নিয়োজিত করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিঞা। এদিকে রায়হানের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল নগরীর আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। অপরদিকে হত্যাকান্ড ও দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ নামক একটি সংগঠনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। ছবি আঁকার মাধ্যমে সংস্কৃতিকর্মীরা ন্যক্কারজনক এসব ঘটনার প্রতিবাদ জানান। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যাকান্ডের ছয় দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি ধরা না পড়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, এমসি কলেজের গণধর্ষণের মামলার আসামিদের দুই দিনের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এক সপ্তাহেও রায়হান হত্যার ঘটনায় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আকবরকে গ্রেফতার না করায় সে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর