শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিজ্ঞানীর ভ্যাকসিন ট্রায়ালের আবেদন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাংলাদেশি আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী ড. রায়ান সাদির অক্লান্ত পরিশ্রমে উদ্ভাবিত করোনা চিকিৎসার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতির জন্য গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর কাছে আবেদন করা হয়েছে।

নিউজার্সির ‘টেভোজেন বায়ো’ নামক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাখিল করা এই ভ্যাকসিন প্রসঙ্গে বলা হয়েছে, অ্যান্টিজেন বিশেষ করে ‘টি সেল টেকনোলজি’র অনুকরণে এই নয়া ভ্যাকসিনের পন্থা উদ্ভাবন করতে বিশ্বখ্যাত ইয়েল ইউনিভার্সিটির প্রশিক্ষিত সংক্রমণ রোগ বিশেষজ্ঞ পাবনার সন্তান ড. রায়ানের গবেষণায় সহায়তা দিয়েছেন বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জনকারী ফিলাডেলফিয়ার থমাস জেফারসন  ইউনিভার্সিটিতে মেডিকেল অনকোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. নীল ফ্লোমেনবার্গ। বলা হয়েছে, আবেদনকৃত ভ্যাকসিনটি ট্রায়ালে সাফল্য লাভে সক্ষম হলে এটি শুধু কভিড-১৯ রোগী চিকিৎসা নয়, একইসঙ্গে ফ্লু, টিউমার এবং মারাত্মক অনেক রোগ প্রতিরোধের পথও সুগম হবে। এ প্রসঙ্গে এই ওষুধ প্রস্তুতকারী কোম্পানির পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রায়ান সাদি বলেন, করোনা মহামারীতে গোটাবিশ্ব সন্ত্রস্ত। ভ্যাকসিনের জন্য বহুদেশ চেষ্টা চালাচ্ছে। আমরাও করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার সময় থেকেই এ নিয়ে কাজ করছি। এফডিএ কর্তৃক অনুমোদন পেলে এবং তা প্রকৃত অর্থেই করোনা রোগীর জন্য সুফল বয়ে আনলে আমরা মনে করব মানবতার কল্যাণে বড় ধরনের একটি কাজের অংশ হতে পারলাম। আমাদের এই ভ্যাকসিনের মূল্য তুলনামূলকভাবে কম রাখার প্রস্তাব রয়েছে, যাতে এটি সব শ্রেণির মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ড. রায়ান উল্লেখ করেন, ক্যান্সার চিকিৎসায় আমাদের অবিস্মরণীয় অবদানের ধারাবাহিকতা হিসেবে করোনা রোগীরাও স্বস্তি পাবেন বলে আশা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর