রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ অক্টোবর শুক্রবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। হিজরি সনের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আল্লাহর প্রিয় হাবিব, নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়ায় শুভাগমন বা জন্মদিন উপলক্ষে মুসলিম উম্মাহ দিনটি আনন্দের দিন বা ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে উদযাপন করে থাকে। বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে জাতীয়ভাবে দিনটি উদযাপনের জন্য সরকারিভাবে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। বেসরকারিভাবে নানা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের আকাশে কোথাও গতকাল ১৪৪২ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ রবিবার পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। সে পরিপ্রেক্ষিতে আগামী ১২ রবিউল আউয়াল ৩০ অক্টোবর শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

সর্বশেষ খবর