রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান এনে সরকারের আইন সংশোধন ‘জনগণের সঙ্গে প্রতারণা’ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, আমাদের বোঝানোর জন্য সরকার একটা আইন করেছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। মৃত্যুদন্ড তো আগেই ছিল নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে। বর্তমানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে এক শর ওপর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জেলে রয়েছে। আসলে ধর্ষণের সাজা মৃত্যুদন্ড কোনো সমাধান নয়। সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনে বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মণি, অপর্ণা রায়সহ মহানগরী নেতৃবৃন্দ বক্তব্য দেন। ড. মোশাররফ বলেন, মৃত্যুদন্ড এর কোনো সমাধান নয়। দেশে সত্যিকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বিচারের রায় যথাযথভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাহলে পর্যায়ক্রমে সমাজে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত হবে।

সর্বশেষ খবর