সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

২৬ মার্চ ঢাকা আসতে পারেন নরেন্দ্র মোদি

কূটনৈতিক প্রতিবেদক

২৬ মার্চ ঢাকা আসতে পারেন নরেন্দ্র মোদি

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আগামী বছরের ২৬ মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকায় নতুন নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গত ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। নতুন কর্মস্থলে আসার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। বৈঠকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সড়ক ও রেলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এয়ার বাবলের ক্ষেত্রে আমার বক্তব্য হলো ল্যান্ড এবং ট্রেন করা দরকার। কারণ আমাদের অধিকাংশ লোক গাড়িতে যায়। ধনী লোক যাবে প্লেনে। আমরা সাধারণের দেশ, আমরা রোডটা চালু করলে বেশি খুশি হব। ভারতকে প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এটা দিয়েছি সবসময়। কবে হবে, এখনো বলেনি। কারণ তারা খুব শঙ্কিত এই কভিড নিয়ে। এত লোকজন মারা যাচ্ছে সেখানে। এয়ার বাবল বিষয়ক চুক্তি করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর