সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আগাম জামিন চেয়ে হাই কোর্টে নিক্সন চৌধুরীর আবেদন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন। গতকাল বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ আবেদন দাখিল করা হয়। পরে আবেদনটি শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ঠিক করেছে হাই কোর্ট। আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন  মালিক। এর আগে গত ১৫ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন। ইসি সূত্র জানায়, ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হুমকি এবং নির্বাচন কর্মকর্তাদের গালাগাল করেন নিক্সন চৌধুরী। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়। সূত্র আরও জানায়, ওই চিঠি পর্যালোচনা করে কমিশন সচিবালয় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী মামলার সিদ্ধান্ত নিয়েছে। বিধিমালা লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ছয় মাস কারাদ- বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে। তবে নিক্সন চৌধুরীর অভিযোগ তিনি কাউকে হুমকি দেননি। সুপার এডিট করে হুমকির ভিডিও প্রচার করে তাকে হেনস্তা করা হচ্ছে বলে পাল্টা দাবি নিক্সন চৌধুরীর।

এবার ভাঙ্গায় ১৪৪ ধারা জারি : ফরিদপুরের ভাঙ্গায় গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে ভাঙ্গা উপজেলা প্রশাসন। এ ব্যাপারে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ভাঙ্গা উপজেলা শহরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন করবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন এমপির বিরুদ্ধে একই স্থানে মানববন্ধনের জন্য আবেদন করে। এ পরিপ্রেক্ষিতে শান্তি ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর