সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দ্বিধাবিভক্ত বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ : গুতেরেস

প্রতিদিন ডেস্ক

দ্বিধাবিভক্ত বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ : গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হতাশা প্রকাশ করে বলেছেন, করোনা মহামারী চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়েছে দ্বিধাবিভক্ত বিশ্ব। পর্তুগিজ সংবাদমাধ্যম লুসাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হতাশা ব্যক্ত করেছেন। সূত্র : রয়টার্স। গুতেরেস জানিয়েছেন, করোনা মোকাবিলায় বিশ্বের দেশগুলো যদি একসঙ্গে কাজ করত তাহলে আরও  বেশি কিছু করা যেত। তিনি বলেন, ‘পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য, বহুপাক্ষিকতার জন্য এবং আমার জন্য কভিড-১৯ মহামারী একটি প্রধান  বৈশ্বিক চ্যালেঞ্জ। দুর্ভাগ্যবশত এটা এমন পরীক্ষা  যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত ব্যর্থ হয়েছে।’ তিনি সতর্ক করে বলেছেন, সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে ‘একটি  ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস আগামী বছরগুলোতে বিপর্যস্ত অর্থনৈতিক প্রভাবে  কোটি কোটি মানুষকে দারিদ্র্য ও ক্ষুধার দিকে ঠেলে  দেবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর