সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মধ্যবর্তী নয়, ফ্রেশ নির্বাচন দিন

----- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সব উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সারা দেশে মহানগর ও জেলায় এবং কাল মঙ্গলবার থানা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মধ্যবর্তী নির্বাচন নয়, ফ্রেশ নির্বাচন চায় বিএনপি। নির্বাচন কমিশনকে সরকারের ‘বশংবদ ক্রীড়নক’ হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং ভোট ডাকাতি করে এসব নির্বাচন করা হচ্ছে। তিনি পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন এবং পুনরায় নির্বাচনের দাবি জানান। মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে- সেটাই তো মানছি না, আমরা ওই নির্বাচনটাকে অবৈধ বলছি। আমরা ওটাকে বাতিলের দাবি জানিয়েছি। আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টে একথা বলেছি যে, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন বাতিল করে নির্বাচন দেওয়া হোক। বিএনপি মহাসচিব বলেন, মধ্যবর্তী নির্বাচনের কথা আমরা তো বলিনি ভাই। যখন বলব তখন দল থেকে অবশ্যই বলা হবে। এখন ব্যক্তিগতভাবে কেউ কিছু বললে- সেটা তাদের ব্যক্তিগত মতামত। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলে এসেছি, এটাতে আমরা বিশ্বাস করি। এ সময় গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়। পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনে ক্ষমতাসীন দল ও সরকারের প্রশাসনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে তিনি বলেন, ভোট কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের মারধর করে বের করে ওরা (ক্ষমতাসীন) জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে, ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি এবং গত শনিবার রাতে যশোরে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের বাসভবন, জেলা বিএনপির কার্যালয়সহ জেলা নেতাদের বাসায় ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ হামলার ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল। চাল-ডাল-পিঁয়াজ-আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সরকারি দলের মদদপুষ্ট একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট ও সরকারি ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলছে। ধর্ষকদের সরকারি দলের প্রশ্রয় অথবা ধর্ষক সরকারি দলের সদস্য বলে তাদের কোনো বিচার হয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর