সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নির্ধারিত দামেই বিক্রি করতে হবে

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত দামেই বিক্রি করতে হবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার নির্ধারিত মূল্যে বাজারে আলু বিক্রয় নিশ্চিত করবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোল্ড ষ্টোরেজ    অ্যাসোসিয়েশন, আলুর পাইকারি বিক্রেতা, কৃষি বিপণন অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজির আবাদ কিছুটা ক্ষতি হওয়ার কারণে আলুর চাহিদা বেড়েছে। তবে এতে সংকট হওয়ার কোনো কারণ নেই। দেশে চাহিদার তুলনায় আলুর  উৎপাদন বেশি। সরকার নির্ধারিত মূল্যের বেশি দাম হওয়ার কোনো কারণ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর