সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দেশের গণতন্ত্র মুমূর্ষু অবস্থায়

নিজস্ব প্রতিবেদক

দেশের গণতন্ত্র মুমূর্ষু অবস্থায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের গণতন্ত্র এখন মুমূর্ষু অবস্থায় আছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে নাটক করছে। এ অবস্থার অবসানে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর তা হতে পারে শুধুমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন  অনুষ্ঠানের মধ্য দিয়ে। গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতারা তাঁর কবর জিয়ারত করেন। নজরুল ইসলাম খান বলেন, শনিবার ঢাকা এবং নওগাঁয় দুটি উপনির্বাচন হয়েছে। ঢাকার আসনে ভোট পড়েছে ১০ শতাংশ। ঢাকা শহরে ১০ শতাংশ হিসেবে ভোট পড়বে এটা কী করে হয়? এ নির্বাচন কমিশন হলো সরকারের তাঁবেদার। সরকারের নির্দেশানুসারেই তারা ভোটের অনুপাত নির্ধারণ করে এসব নির্বাচনের ফলাফল ঘোষণা করে। যা জনগণের কাছে কিছুতেই গ্রহণযোগ্য নয়। এ সময় বিএনপি নেতাদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, হাজী মো. ইউসুফ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেডআরএফের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম, রাশিদুল হাসান হারুন, নূরুন্নবী শ্যামল, অধ্যাপক আসাদুল হক, একরামুল হক, আনিসুজ্জামান, সানোয়ার আলম, সাবেক ছাত্রদল নেতা শান্তনু শান্ত, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর