মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
এমসি কলেজে গণধর্ষণ

যৌথ অনুসন্ধান কমিটির প্রতিবেদন হাই কোর্টে দাখিল

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদন হাই কোর্টে এসে পৌঁছেছে। গতকাল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন জমা হয়। প্রতিবেদনটি সিলগালা রয়েছে। এটি আদালতে উপস্থাপনের আগে এর তথ্য-উপাত্ত প্রকাশে রাজি হয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন।  এ বিষয়ে হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী সাংবাদিকদের জানান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে আজ প্রতিবেদনটি দাখিল করা হতে পারে। গত ২৯ সেপ্টেম্বর হাই কোর্টের এই বেঞ্চ এমসি কলেজে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দেন। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত ডেপুটি কমিশনারকে এই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই কমিটিকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করতেও পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়  হাই কোর্ট।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক গৃহবধূ। এ সময় ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্র ওই গৃহবধূকে স্বামীসহ কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তারা স্বামীকে বেঁধে মারধর করে গৃহবধূকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় তখনই কয়েকজনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ২৯ সেপ্টেম্বর জনস্বার্থে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাই কোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর