মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এই সরকারের অধীনে দেশ নিরাপদ নয় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের অধীনে দেশ নিরাপদ নয়।’ তিনি সব নির্বাচন বাতিল করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিন।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বর্তমান নির্বাচন কমিশনকে একটি ‘নির্লজ্জ কমিশন’ বলেও মন্তব্য করেন। পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের সাম্প্রতিক উপনির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ ও পুনরায় নির্বাচনের দাবিতে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ ও মানববন্ধন  কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, দেশে মহামারী আকার ধারণ করেছে গুম, খুন, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকান্ড, দুর্নীতি ও লুটপাট। তিনি বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নয়, বরং নির্বাচনী ব্যবস্থার বাস্তব চিত্র প্রমাণের জন্যই নির্বাচনে অংশ নেয়। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপি সহ-সভাপতি ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন। আজ মঙ্গলবার থানা ও উপজেলা পর্যায়ে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর