মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভারতের গণতন্ত্র কঠিনতম সময়ে

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের গণতন্ত্র কঠিনতম সময়ে

করোনাভাইরাস মোকাবিলা, কৃষি বিল, অর্থনৈতিক মন্দা, দলিত ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, ভারতের গণতন্ত্র এখন কঠিনতম সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি দলের নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিভিন্ন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়োগের পর রবিবার তাদের সবার সঙ্গে ভার্চুয়াল বৈঠক সোনিয়া এসব কথা বলেন।

সোনিয়া গান্ধী বলেন ‘কোটি কোটি কৃষক, ভাগচাষি, ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, মেহনতি শ্রমিক, ক্ষুদ্র দোকানদারের জীবন ও জীবিকা আক্রমণের শিকার হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর